সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের চতুর্দশ বইমেলা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। মেলা সফলের লক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরে এক প্রচার র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংসদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি চৌহাট্টা পয়েন্ট হয়ে পুনরায় সংসদে আসে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত এবারের বইমেলা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
র্যালি শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক, বইমেলা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক নন্দলাল শর্মা, কবি কালাম আজাদ, আফতাব চৌধুরী।
বইমেলা উদযাপন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় বক্তব্য দেন, কবি মুহিত চৌধুরী, মো. জাহেদুর রহমান চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম কলি, বইমেলা উপকমিটির সদস্য ইছমত হানিফা চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সহসভাপতি মাসুদা সিদ্দিকা রুহী।
র্যালিতে অংশ নেন, সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, বইমেলা উপকমিটির সদস্য বেলাল আহমদ চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, আলেয়া রহমান, কামাল আহমদ, আলোকচিত্রী মো. দুলাল হোসেন, এখলাসুর রহমান, কুবাদ বখত চৌধুরী রুবেল, নাঈমা চৌধুরী, লেখক জসীম আল ফাহিম, ফায়যুর রাহমান, প্রভাষক মো. মাহবুবুর রউফ, সাইয়িদ শাহীন, আবদুল কাদির জীবন, লিপি খান, শাহিনা জালালী পিয়ারী, রেনুফা রাখী, সেনুয়ারা আক্তার চিনু, লেখক ছয়ফুল আলম পারুল, প্রকাশক মো. জসিম উদ্দিন, ফতহুল করিম হাসান, মো. জিল্লুর রহমান প্রমুখ।
আরসি-০৪