সিলেট শিশু পরিবারে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৬, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন



সিলেট শিশু পরিবারে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত

শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হলো ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে নগরের রায়নগর শিশু পরিবার (বালিকা) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ শিশুদের সামনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও সম্মুখসমরে যুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। তখন বয়স কম থাকলেও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি বলেই আজ আমরা সবার কাছ থেকে সম্মান পাচ্ছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে।

মাসুক উদ্দিন আরও বলেন, যখন যুদ্ধে অংশ নিয়েছি তখনই মনে করেছি হয়তো আজই আমার জীবনের শেষ দিন। কিন্তু আল্লাহপাকের রহমতে আজও বেঁচে আছি। 

তিনি বলেন, আমরা যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছি। এখন এই দেশকে ভালোবেসে সোনার বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের।

সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উজ্জ্বল শীল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিটিভির সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমদ মুক্তা ও রায়নগর শিশু পরিবারের (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী।

সভাপতির বক্তব্যে উজ্জ্বল শীল বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোই এই অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মো. লিবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিশু পরিবারের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকগণ। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিএ-০৯