ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ২৬, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন
'শেখ মুজিব শুধু একটি নাম নয়, বাঙালির হাজার বছরের জাগরণের প্রতীক, স্বাধীকার আদায়ের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজও দাসত্বের শৃঙ্খলে বন্দি থাকতাম। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। বাংলার শোষিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ৫১ বছরের জীবনে তিনি ১৩ বছর জেল খেটেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের কারাগারে বন্দি অবস্থায় শাসকগোষ্ঠী তাঁকে প্রহসনমূলকভাবে ফাঁসির হুকুম দিয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, "আমি মুসলমান। আমি জানি, মুসলমান মাত্র একবারই মরে। তাই আমি ঠিক করেছিলাম আমি তাদের কাছে নতি স্বীকার করব না। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা।" আমরা বড় অকৃতজ্ঞ জাতি। জাতশত্রু পাকিস্তান বঙ্গবন্ধুকে মারতে পারেনি। কিন্তু আমরা বাঙালিরা প্রিয় নেতাকে তাঁর প্রিয় ভূমিতে বেশিদিন বাঁচিয়ে রাখতে পারিনি। ৭১ এর পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালির হৃদয় থেকে তাঁকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে অপতৎপরতা আজ ব্যর্থতায় পর্যবাসিত হয়েছে। দৃশ্যত: বঙ্গবন্ধু আমাদের সামনে নেই। কিন্তু তাঁর কর্ম ও চেতনায় তিনি দেশ ও জনগণের সঙ্গে মিশে আছেন জাগরণের প্রতীক হয়ে। তাই মহাকালের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিনাশ নেই, তিনি চির অমর-অক্ষয়।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষকলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে গোয়ালাবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোস্তাক আহমদ। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক লিলুউর রহমান পংকির পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শেখ ফয়ছল আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, জি এম কিবরিয়া, আলাউর রহমান, পিনাক পানি ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, অরুণোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, ফেরদৌস খান, লুৎফুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিত মিয়া, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক জাহেদুল আম্বিয়া কার্জন, আব্দুল হামিদ ও যুবলীগ নেতা বেলাল আহমদ।
ইউডি/আরআর-১০