কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড়, দক্ষিণ ঢালারপাড়, রাজনগর ও মোস্তফানগর এ ৪টি গ্রামের কয়েক হাজার পরিবার বালুখেকোদের হাত থেকে মসজিদ, মাদরাসা, স্কুলসহ গ্রামগুলোর বিভিন্ন স্থাপনা রক্ষার দাবি জানিয়েছে। একটি কুচক্রী মহল প্রশাসনকে ভুল বুঝিয়ে ধলাই নদীর উপশাখা ঢালার মুখে বাপ-দাদার রেকর্ডিকৃত জায়গা সরকারিভাবে লিজ এনে বালু উত্তোলনের মাধ্যমে ৪টি গ্রামের বাড়িঘর, মসজিদ, মাদরাসা, স্কুলসহ সকল স্থাপনা ধ্বংস করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় বৃহত্তর ঢালারপাড় মানবকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢালারপাড় হাইস্কুলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল হকের পরিচালনায় ঢালারপাড় উচ্চবিদ্যালয় মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি সদস্য আলমগীর আলম, বৃহত্তর ঢালারপাড় মানবকল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাসুক চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি করম আলী, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরকত উল্লাহ চৌধুরী স্বপন, উপজেলা যুবলীগ নেতা আব্দুছ ছালাম, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ও ঢালারপাড় স্টুডেন্ট ক্লাবের সভাপতি ওমর আলী, শাহীন আলমসহ শতাধিক গ্রামবাসী।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রেকর্ডকৃত খতিয়ানের বিভিন্ন দাগের ভূমিতে নজর পড়েছে বালুখেকোদের। ঢালারপাড়, দক্ষিণ ঢালারপাড়, রাজনগর ও মোস্তফানগর এ ৪টি গ্রামের দরিদ্র মানুষ বিগত ৫০ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। বিগত কয়েকবছরের বন্যায় ঢালার মুখ খাল সংলগ্ন গ্রামগুলোর বাড়িঘর, জমি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এসব স্থান ভরাট ভরে ফসলি জমি ও বসতি বানানোর চেষ্টা করছেন এলাকাবাসী। তখনই বালুখেকোদের নজর পড়েছে এখানে। বালু উত্তোলনের চেষ্টার ফলে ৪টি গ্রামের বাড়িঘর, মসজিদ, মাদরাসাকে হুমকি থেকে রক্ষার দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ধলাই নদীর দক্ষিণ বালুমহাল লিজ দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বালুমহাল লিজ দেওয়ার ফলে জনসাধারণের ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেলে জেলা প্রশাসকের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে/আরআর-০৮