স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কর্মসূচি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন



স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কর্মসূচি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প ও আড্ডা, করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ, বঙ্গবন্ধু ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) উপজেলার কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, মাসুক রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল হক, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওমর আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য মীর আল মুমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ ও মোস্তাক আহমদ রনি।

 

এমকে/আরআর-০৩