সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৫, ২০২১
০৯:৩২ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
০৯:৩২ অপরাহ্ন
সিলেটে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তাদেরকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন র্যাবের এএসপি (গণমাধ্যম) ওবাইন।
তিনি জানান, বুধবার (২৪ মার্চ) কোতোয়ালি থানাধীন আমেনা ডেইলি শপকে ৬ হাজার, আফজা সুইটসকে ২ হাজার ও মামুন এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় র্যাবের অধিনায়ক মেজর ওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান-আল-আলম এবং সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
বি এন-০৫