নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২১
০৭:০৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
০৭:০৩ পূর্বাহ্ন
কুশিয়ারা নদীতে ধরা পড়া বিশাল আকৃতির বাঘাইড় মাছ চার লাখ টাকায় বিক্রি হয়েছে। বুধবার সকালে কেটে কেজি দরে নগরের লালবাজারে মাছটি বিক্রি করা হয়।
বিক্রেতা আনোয়ার হোসেন জানান, মাছটির মাথা ছাড়া বাকি অংশের ওজন ২৮০ কেজি। মাছের বিভিন্ন অংশ ভিন্ন দামে বিক্রি করা হয়েছে। এক থেকে আড়াই হাজার টাকা কেজি দরে ক্রেতারা মাছ কিনেছেন। কেবল মাথার দাম রাখা হয়েছে একহাজার টাকা। সবমিলিয়ে ৪ লাখ টাকা উঠেছে।
মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় জেলেদের জালে ধরা পড়ে বাগাইড় মাছটি। বেলা দুইটার দিকে মাছটি লালবাজার মাছের আড়তে তোলেন ব্যবসায়ী আনোয়ার ও বিল্লাল। বাজারে বিশাল আকারের বাঘ মাছের খবর পেয়ে উৎসুক মানুষের ভিড় বাড়ে। এককভাবে কেউ কিনে নিতে না পারলেও সুস্বাদু ও পোক্ত বাঘাইড় কেজিতে কিনে নিয়েছেন অন্তত শতাধিক মাছপ্রেমী।
ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, তিনি ও তার ভাই আনোয়ার হোসেন মাছের ব্যবসা করেন। এর আগেও বেশ কয়েকটি বড় বাঘাইড় মাছ বিক্রি করেছেন তারা। এককভাবে কেউ কিনে নিতে সাহস করতে না পারলে কেটে কেজি দরে মাছগুলো সাধারণত বিক্রি করা হয় বলে জানান তিনি।
আরসি-০৯