৮ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৫, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন



৮ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার সিলেট নগর ও জেলার গোয়াইনঘাট উপজেলায় যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিম্নমানের খাদ্য প্রস্তুতের অপরাধে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত নগরে অভিযান চালিয়ে স্বর্পা ফার্মেসিকে ২ হাজার টাকা, মধুবনকে ৫ হাজার টাকা, সমুদ্র টি-কে ২ জাজার টাকা, ফারুক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। 

এদিকে, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গোয়াইনঘাটে অভিযানে ফাহিম ফুডসকে ৩০ হাজার টাকা, দুইভাই বেকারিকে ২০ হাজার টাকা, রুমা আইসক্রিমকে ২০ হাজার টাকা, ফিরোজ ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ মুখপাত্র এএসপি ওবাইন।

আরসি-০৭