সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৫, ২০২১
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
০৬:২৪ পূর্বাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিক্ষোভ মিছিলটি নগরের ওসমানী মেডিকেল রোড থেকে শুরু হয়ে নগরের রিকাবীবাজার গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোক্তার আহমেদ মোক্তার সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদুল করিমের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক শাহান আল, যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন (অপু), শাহান আল মাহমুদ, নাজিব আহমদ, কাজী ইমরান তালুকদার, বেলাল আহমেদ, ইমামুল হক হোসেন, সদস্যরা নোবেল আহমদ সাঈম, রায়হান আমদ, জিবরান আহমদ, আব্দুল খালিক, ওলিদ শাহ, হানিফ আহমদ, আলী আব্বাস, রাকিবুল ইসলাম, সুহান আহমদ প্রমুখ।
আরসি-০৪