ছাড়া পেলেন বামজোটের ৭ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৫, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন



ছাড়া পেলেন বামজোটের ৭ নেতাকর্মী

সিলেট নগরের চৌহাট্টা থেকে আটক বাম জোটের ৭ নেতাকর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বুধবার (২৪) মার্চ রাত সাড়ে ৯ টায় তাদের ছেড়ে দেওয়া হয়।

নেতাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। 

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪ টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি থেকে ৭ জনকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনীম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন মহানগরের নেতা মনীষা ওয়াহিদ, মিজু রহমান, বাসদ (মার্কসবাদী) নেতা রেজাউর রহমান।  

উল্লেখ্য, জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার সময় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মোদিবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সড়ে যেতে বলে। পরে সমাবেশ শেষে মিছিল শুরু হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে ছাত্রফ্রন্ট শাবিপ্রবির সভাপতি জুয়েল রানা, ছাত্র ইউনিয়ন মহানগরের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, মহানগরের নেতা মৌহাইমিনুল ইসলাম মাহিন, সন্দীপ দেব, শ্রাবণ দাস, উদীচী নেতা সন্দীপসহ অনেকেই। 

আরসি-১০