সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৪, ২০২১
০৪:১৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন



সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা

করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতি ও স্বাস্থ্যবিধি পালনে সব মহলের উদাসীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারী ও তৎপরতা বৃদ্ধির দাবি জানান।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ফোরামের সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।

সভায় সিলেট বিভাগের করোনা ভাইরাস চিকিৎসার একমাত্র ভরসাস্থল শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আধুনিকায়ন, আইসিইউ’র সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদরে করোনা চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিএ-০৭