হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মাস্ক ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২২, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন



হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মাস্ক ও লিফলেট বিতরণ

করোনাভারোস সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা, স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২১ মার্চ) সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের ভৈরব, কটিয়াদী, ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড এলাকা এবং নরসিংদীর কিছু অংশে এ কার্যক্রম পালন করা হয়। এসময় যানবাহনে ও বাজারের সাধারণ জনগণের মধ্যে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণের জন্য সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। 

পুলিশের পক্ষ থেকে পথচারীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান পুলিশ কর্মকর্তারা।

সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ এই সচেতনতামূলক এ কার্যক্রম চালিয়ে যাবে।

বিএ-০৭