রশিদপুরে ৭ এপিবিএন’র মাস্ক বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন



রশিদপুরে ৭ এপিবিএন’র মাস্ক বিতরণ

দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর পয়েন্টে ৭ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) সিলেটের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় রশিদপুরে আয়োজিত অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।

এসময় সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক প্রমুখ।

‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, কোভিড-১৯ থেকে বাঁচুন’ এই স্লোগানকে সামনে রেখে মাস্ক বিতরণ করে ৭ এপিবিএন।

বিএ-০২