শাল্লায় হামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ২২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন



শাল্লায় হামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

মুজিববর্ষ ও স্বাধীনতার মাসে সুনামগঞ্জের শাল্লায় উগ্রবাদী সন্ত্রাসীদের দ্বারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দির ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট ওসমানীনগর উপজেলা শাখা।

রবিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোটের সভাপতি অরুন কুমার দেব, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক অজয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক পীযুষ দেব নানু, দিপংকর দেবনাথ, মহিলা সম্পাদিকা চামেলী রানী দেব, নন্দ দেবনাথ, উজ্জ্বল দাশ, যুব মহাজোটের সভাপতি শক্তি দেব সঞ্জয়, সাধারণ সম্পাদক রাজীব দাশ পুরকায়স্থ, সহ-সভাপতি বিজয় দেব, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দেব সবুজ, পংকজ পাল, নিখিল ধর শাওন, শেখর দেব, ওসমানীনগর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোস্তাক আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, গোয়ালাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেব, সুজিত দাশ মন্ত, সুধা গিরি, মতি লাল দত্ত, নিখিল দেবনাথ, শংকর সেন, অজিত দেব, রতন ধর, সুমন দেব, অজয় দেব, পরিতোষ চৌধুরী, গোপাল বৈদ্য, সুজন দেব, বিভাস দত্ত, সমিরণ বহ্নি, কাঞ্চন দেব, লিটন দেব জিৎ, পরিতোষ ধর সংকু, দেবজ্যোতি দাশ আকাশ, মন্টু দাস, সঞ্জয় দেব, সজিব দেব, নিঠু গুপ্ত, জুয়েল দাস, নয়ন দাস, রাহুল দাস, প্রদীপ দেব, অজয় কুমার দে, অনিল দাস, অরবিন্দু সূত্রধর, গৌতম ধর, নয়ন দাশ, দোলন চন্দ্র দেবনাথ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে এক শ্রেণির উগ্রপন্থী মানুষ হিন্দুধর্ম ও প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প দিন দিন প্রকট হয়ে উঠছে। সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

বক্তারা শাল্লায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দির ভাংচুর, লুটপাট ও নারী নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ইউডি/আরআর-০৩