নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন
সিলেট নগরের আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়া থেকে লাপাত্তা হয়েছেন যুক্তরাজ্য থেকে আসা একই পরিবারের ৯ সদস্য। বিদেশ থেকে আসার পর তাদের সেখানে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
আজ রবিবার (২১ মার্চ) কোনো এক সময় সবার অগোচরে তারা হোটেল থেকে চলে যান বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি সিলেট মিররকে বলেন, গত ১৮ মার্চ যুক্তরাজ্য ফেরত ৩৫ জন নগরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়াতে হোটেল কোয়ারেন্টিনে ছিলেন৷ আজ (রবিবার) কোনো একসময় কোয়ারেন্টিন থেকে তারা লাপাত্তা হয়ে যান। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এ বিষয়ে জানতে চাইলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলের মার্কেটিং কর্মকর্তা কাওসার খান সিলেট মিররকে বলেন, ‘প্রতিদিন সকাল ও রাতে দুইবার গণনা করা হয়। সকালেও আমরা গণনা করার সময় এ ৯ জন হোটেলে ছিলেন। পরে সকালে তারা হোটেলের কোরিডোরে হাটাহাটি করার সময় সকাল ১০ টা থেকে বেলা ২ টার কোনো একসময় তারা হোটেল থেকে বেরিয়ে যান। পরে এসব প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, নিকটাত্মীয় কেউ একজন গুরুতর অসুস্থ হওয়ায় তারা বেরিয়ে গেছেন। ইতোমধ্যে তারা হোটেলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
পুলিশের দেওয়া তথ্যমতে এ ৯ জন হলেন- আব্দুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), তামিমা আক্তার (৯), তাইবা আক্তার (১১), রুবাবা আক্তার (৪৩), রাহিমা বেগম (৪৩), রাদিয়া আক্তার (১১), শায়মা বেগম (১৮), ম. তাহমিদ চৌধুরী (৪)। তারা সবাই জকিগঞ্জ উপজেলার একই পরিবারের বাসিন্দা বলে জানা গেছে।
এনএইচ/আরসি-১১