ওসমানীনগরে কেন এত সড়ক দুর্ঘটনা?

উজ্জ্বল ধর, ওসমানীনগর


মার্চ ২১, ২০২১
১১:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
১১:৪৭ অপরাহ্ন



ওসমানীনগরে কেন এত সড়ক দুর্ঘটনা?
১০ দিনে নিহত ৩, আহত ২৫

সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় জনজীবনে আতঙ্ক বাড়ছে। গত ১০ দিনে ৫টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। চালকদের অসাবধানতা, ফিটনেসবিহীন গাড়ি, সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল ও মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে নির্মাণসামগ্রী রাখায় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অনেকের ধারণা।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ২৭ কিলোমিটার অংশ রয়েছে ওসমানীনগর উপজেলার মধ্যে। মহাসড়কের এ অংশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বৃহৎ দায়িত্বে রয়েছে শেরপুর হাইওয়ে থানার পুলিশ। কিন্তু তাদের সঠিক তদারকির অভাবে উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বালি, পাথর, ইটসহ বিভিন্ন প্রকার নির্মাণসামগ্রী। হাট-বাজার এলাকায় গড়ে উঠেছে ভাসমান দোকান। এছাড়া মহাসড়কের নির্মাণ ত্রুটি এবং স্থানে স্থানে ভাঙনকেও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী মনে করছেন অনেকে।

মহাসড়কের ওসমানীনগর অংশ ঘুরে দেখা যায়, শেরপুর, বেগমপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, সাদিপুর, কুরুয়াসহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় মহাসড়কের উভয়পাশে স্তুপ করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। বাজার এলাকাগুলোর ফুটপাত ও মহাসড়কের পাশ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে অটোরিকশা, রিকশা, ট্রাক ও মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে গত ১০ দিনে ছোট-বড় ৫টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ জন। সর্বশেষ গত শুক্রবার ভোরে উপজেলার তেরমাইল নামক স্থানে সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের জমিতে পড়ে গেলে ১ জন নিহত হন, মারাত্মকভাবে আহত হন আরও ১০ জন। এর আগে গত ১৮ মার্চ রাতে সাদিপুরে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হন। এছাড়া গত ১৭ মার্চ গোয়ালাবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। ১৫ মার্চ রাতে ব্রাহ্মণগ্রামে গ্রীণলাইনের বাস ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হন। গত ১০ মার্চ গোয়ালাবাজারে বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে ঘন ঘন দুর্ঘটনার জন্য চালকের অসাবধানতার পাশাপাশি সাধারণ মানুষের অসচেতনতাও দায়ী। মহাসড়ক দখল করে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে অনেক সময় দ্রুতগতির গাড়ি ঘিঞ্জি এলাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনায় পতিত হয়।'

 

ইউডি/আরআর-০১