গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ২১, ২০২১
০৭:৫১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০৭:৫১ অপরাহ্ন



গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা কাটার দায়ে অহিদ আহমদ (২০) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের নেতৃত্বে ঢাকা দক্ষিণের দত্তরাইল গ্রামের নোয়াপাড়ায় এ অভিযান চালানো হয়। 

অহিদ আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল নোয়াপাড়া গ্রামের মনোহর আলীর ছেলে। 

জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ওই এলাকায় রাত ১২টার দিকে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে অহিদ আহমদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশও অংশ নেন। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির সিলেট মিররকে বলেন, ‘এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

 

এএফ/০১