নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২১
০৬:০১ অপরাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
০৬:০১ অপরাহ্ন
যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সিলেটেও। নতুন স্ট্রেইন শনাক্তের সংবাদ প্রকাশের পর থেকেই সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। এই শঙ্কার মধ্যে গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১৪ জনের। এসময় সুস্থ হয়েছেন আরও ২৩ জন।
নতুন শনাক্তদের ৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (২১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ১৩৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৬৯ জন, হবিগঞ্জে ২ হাজার ১৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৮১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৯১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৮৪ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯১২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট মিররকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন।’
আরসি-০১