বিয়ানীবাজার প্রতিনিধি
মার্চ ২১, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদ। আজ শনিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় গোলাবিয়া লাইব্রেরির সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন দাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হিমেল, কোষাধ্যক্ষ প্রদ্যুত তালুকদার, ছাত্রনেতা দূর্যয় দেব জয়, মো. ইশান নূর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। দেশে নাসিরনগরসহ নানা স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। সরকার মুখে মুক্তিযোদ্ধের চেতনার কথা বললেও মৌলবাদী গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। যার কারণে দেশের নানা স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। তাই এর দায় সরকারের।
বক্তারা আরও বলেন, আগে থেকেই এই হামলার আশঙ্কা থাকলেও প্রশাসনের কোনো উদ্যোগ ছিল না। তাই আমরা এই সমাবেশ থেকে সেখানকার স্থানীয় প্রশাসনের অপসারণ দাবি করছি।
এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তার বাংলাদেশ সফরের বিরুদ্ধেও প্রতিবাদ জানান।
এনএইচ/আরআর-০৯