সাংবাদিক জাকিরের পিতৃবিয়োগে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

গোয়াইনঘাট প্রতিনিধি


মার্চ ১৯, ২০২১
০৫:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২১
০৫:৫৫ পূর্বাহ্ন



সাংবাদিক জাকিরের পিতৃবিয়োগে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের বাবা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল বাছেদ মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ মতিন, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সহ সভাপতি ইমরান হোসেন সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুভাস দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আকরাম, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, মনজুর আহমদ, আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি ও সদস্য মনসুর আলম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এমএম/আরসি-১৮