দক্ষিণ সুরমা থেকে লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২১
১০:৫২ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
১০:৫২ অপরাহ্ন



দক্ষিণ সুরমা থেকে লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা থেকে জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত জাকির হোসেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ফুলভরী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মোগলাবাজার থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে পাঠায়। 

মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, গোটাটিকর এলাকার লিংকন মিয়ার কলোনীতে জাকির হোসেন নামের এক ব্যক্তি গলায় রশি বেঁধে নিজ বসত কক্ষে আত্মহত্যা করেছেন। 

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

বি এন-০৭