শিশু সামিয়ার অভিভাবকের সন্ধান চায় পুলিশ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২১
০৫:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০৫:০১ পূর্বাহ্ন



শিশু সামিয়ার অভিভাবকের সন্ধান চায় পুলিশ

দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকায় সামিয়া (৬) নামের এক শিশুকে পাওয়া গেছে। শিশুটি বর্তমানে দক্ষিণ সুরমা শিববাড়ী এলাকার শহীদ মিয়ার বাসায় আছমা বেগমের কাছে রয়েছে। 

বুধবার (১৭ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ ক্বীন ব্রীজের মুখে বসে কান্না-কাটি করার সময় মোছা. আছমা বেগম শিশু সামিয়াকে পান। এসময় আছমা বেগম তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারেনি। এসময় শিশুটি জানায় তার নাম সামিয়া। পরে নিরাপত্তার স্বার্থে আছমা বেগম তাকে নিজ বাসায় নিয়ে যান। 

পরে বুধবার সন্ধ্যায় শিশু সামিয়াকে নিয়ে আছমা বেগম দক্ষিণ সুরমা থানায় আসেন। এসময় পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে নিজের নাম ছাড়া আর কিছু বলতে পারেনি। এবস্থায় শিশুর অভিভাবকের সন্ধান চায় পুলিশ। এ শিশুর অভিভাবক সম্পর্কে কারোর কাছে কোনো তথ্য থাকলে তাকে দক্ষিণ সুরমা থানায় (অফিসার ইনচার্জ মোবাইল নম্বর-০১৩২০-০৬৭৬৮৮ অথবা ডিউটি অফিসারের মোবাইল নম্বরে-০১৩২০-০৬৭৬৯৩ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ভিকটিম সামিয়া বর্তমানে মোছা. আছমা বেগমের বাসায় রয়েছে। তার অভিভাবকের সন্ধানে পুলিশ কাজ করছে। 

বিএ-১৯