গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচী শুরু করে উপজেলা আওয়ামীলীগ। পরে বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ। উপজেলা আওয়ামী লীগ নেতা ও উদযাপন পরিষদের আহ্বায়ক খায়রুল হক এর পরিচালনায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক আলী আকবর ফখর, খুরশিদ আলম চৌধুরী রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা আওয়ামী নেতা আব্দুল হান্নান, ইমাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা নিমার আলী, আবুল কাশেম সেবুল, জাফরান জামিল, নাজিমুল হক লস্কর, আলিম উদ্দিন বাবলু, আব্দুল হান্নান, মুর্শেদুল আজাদ পলাশ, আবু সুফিয়ান আজম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ আহমদ, সৈয়দ এহতেশাম, হোসেন আহমদ, ইব্রাহিম আলী, পৌর আওয়ামী লীগ নেতা সুমন আলী, নাদিম মাহমুদ শিপলু, সুহেল আহমদ, ব্রাজিল যুবলীগের আহ্বাহক আবু সুফিয়ান আজম, যুবলীগ নেতা রাজু আহমদ, ছাত্রলীগ নেতা রুমন আহমদ খান, সাহেদ আহমদ, মামুন আহমদ, ফারহান মাসউদ আফছর, ছামি আহমদ প্রমুখ।
সভার শুরুতে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ।
এছাড়া দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এফএম/বিএ-১৯