মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন



মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ড ভবতোষ রায় বর্মণ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সাইদুর রহমান এপলু, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, সামসুল হক, ময়না মিয়া, ফিরুজুল হক, সাইদুর রহমান, অধর সিংহ, শ্যামল দেবনাথ, মিজানুর রহমান, হাকিম মিয়া, তুলনা তালুকদার প্রমুখ।

বিএ-১৮