কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

কানাইঘাট প্রতিনিধি


মার্চ ১৮, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন



কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

সিলেটের কানাইঘাটে আলোকসজ্জা, রঙিন আতশবাজিসহ  নানা আয়োজন শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ বার তোপধ্বনি করা হয়। এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা পুলিশ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠন, কানাইঘাট পৌরসভা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসসহ বিভিন্ন সংগঠন।

সকাল ১১টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় জাতির পিতার জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা।

এছাড়া বক্তব্য দেন, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম শামীম, কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী প্রমুখ।

বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও সুধীজনের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু বয়স থেকে নানা প্রতিভার অধিকারী ছিলেন। মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্ছার ছিলেন। মাধ্যমিকে পড়া অবস্থায় তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তারপর নানা সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এনে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান এ নেতাকে জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার আদর্শকে ধারণ করে একটি উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর প্রশাসনের উদ্যোগে কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এমআর/আরআর-১৩