কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি


মার্চ ১৮, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন



কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুর রহমান (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, নিজ বাউরভাগ গ্রামের নুরুজ মিয়ার পুত্র মখলিছুর রহমান প্রতিবেশী প্রবাসী ফয়েজ উদ্দিনের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম পিপিএম ও বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ। পরে মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মখলিছুর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

এমআর/আরআর-১২