সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৮, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী রেযক্য হয়েছে। মুজিববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল বাসেতের পরিচালনায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
এসময় আরো শ্রদ্ধা জানান ডিন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, সিকৃবি ছাত্রলীগ, কর্মচারী পরিষদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই বছরটিতে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি আবার এই মাসেই আমরা পালন করবো স্বাধীনতার ৫০ বছর। সুতরাং ১৭ মার্চ আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিন হয়ে আসলো। এদিকে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উদ্যোগে বেলা ১২টায় পথশিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বালুচর এলাকার কঁচিকাঁচাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্রকান্ত দাশের সঞ্চলনায় ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে সেখানে শতাধিক পথশিশুদের নিয়ে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মদিনে আজ পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস। শিশুদেরকে এই আনন্দ আয়োজনে যুক্ত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। পরবর্তীতে সিকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এই শিশুদের স্বাস্থ্যকর খাবার পরিবেশন করেন শিক্ষক নেতারা। গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। বঙ্গবন্ধু নিজেও শিশুদের খুব ভালোবাসতেন, সুতরাং তাদের জন্য চমৎকার পরিবেশ নির্মাণ করার লক্ষ্যে আমাদের প্রত্যেককে নিজনিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিকৃবি প্রশাসন থেকে সমগ্র ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে। মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে।
বিএ-১৩