সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৮, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে মহানগর যুবলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের নেতৃত্বে মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএ-১২