কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন
আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জন্মদিনের কেক কাটা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নূর উদ্দিন ও গীতাপাঠ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ও বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু।
উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, মো. ইয়াকুব আলী, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ওসি কে এম নজরুল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল আলম, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সামছুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুশিল্পী ও শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া সুবিধামতো সময়ে উপজেলার সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এমকে/আরআর-১০