জকিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৮, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন



জকিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সিলেটের জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশের পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জকিগঞ্জ সার্কেল ও থানার পুলিশ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।

 

ওএফ/আরআর-০৮