শাবির ল্যাবে একদিনে শনাক্তের সংখ্যা বাড়ল ৫ গুণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৮, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন



শাবির ল্যাবে একদিনে শনাক্তের সংখ্যা বাড়ল ৫ গুণ

যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সিলেটেও। এমন সংবাদে সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছিল। এর মধ্যে নতুন উদ্বেগের খবর হচ্ছে সিলেটে একদিনের ব্যবধানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ৫ গুণ ছাড়িয়েছে। গতকাল যেখানে শনাক্ত হয়েছিলেন ৮ জন। সেখানে একদিনের ব্যবধানে আজ বুধবার (১৭ মার্চ) শনাক্ত হলেন ৪১ জন। 

আজ বুধবার (১৭ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. অজিত কুমার জানান, শাবির ল্যাবে আজ ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জ ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন বলেও জানান তিনি।

বিএ-০৭