উইমেন্স মেডিকেল কলেজে জাতীয় শিশু দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন



উইমেন্স মেডিকেল কলেজে জাতীয় শিশু দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। 

বুধবার (১৭ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু হয়।এরপর কেক কাটা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়া, দোয়া ও মিলাদ মাহফিল এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাঈল পাটওয়ারী, প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. সিদ্ধার্থ পাল, ডা. আল মোহাইমিন সোহেল, নিউরোসার্জারী বিভাগীয় প্রধান ডা. খন্দকার আবু তালহা, হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহকারী পরিচালক ডা. তাহফীম আহমদ রিফাত, সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. নীলিমা মজিদ।

কর্মসুচিতে কলেজ ও হাসপাতালের সর্বস্থরের কর্মকর্তা এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

বিএ-০৫