সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৮, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় চেম্বার নেতৃবৃন্দ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালি জাতির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), শমশের জামাল ও চেম্বারের সদস্যবৃন্দ।
বিএ-০৩