সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৮, ২০২১
০১:০৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জন্মদিনের কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করল সিলেট সিটি করপোরেশন।
আজ বুধবার (১৭ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সবাইকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপনে কেক কাটেন সিসিক মেয়র। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে নগর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর আব্দুল মুমিন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর এ কে এ লায়েক, সংরক্ষিত কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকি ও সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী শামসুল হক সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারিরা।
এছাড়া দিবস উপলক্ষে নগর ভবনে চিত্রাংকন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় ৭ টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে নগর ভবনসহ সিলেট নগরের গুরুত্বপূর্ণ স্থানে ২১ দিন ব্যাপি আলোকসজ্জা করেছে সিসিক।
এএফ/০৬