জাতীয় শিশু দিবসে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৮, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন



জাতীয় শিশু দিবসে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ মার্চ) সিলেট নগরের বালচুর এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রি কমিউনিটি স্কুল ‘আলোকিত পাঠশালা’য় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবু বকর, কার্যকরী সদস্য আব্দুল বাতিন ফয়সল, মাহমুদ হোসেন, আনিস মাহমুদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য নুরুল ইসলাম, আজমল আলী ও আলোকিত পাঠশালা’র শিক্ষিকা কাজী সাবিলা, ভলান্টিয়ার রাসেল আহমদ, মুসফিকা রাত্রি, জাকারিয়া চৌধুরী প্রমুখ। 

বিএ-০১