এমসি কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

এম সি কলেজ প্রতিনিধি


মার্চ ১৭, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০৮:৪৮ অপরাহ্ন



এমসি কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (১৭ই মার্চ) বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে নয়টায় কলেজ প্রাঙ্গণে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ এর আনুষ্ঠানিক কার্যক্রম।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত শিক্ষাবিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

সভায় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শফিউল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

‘বঙ্গবন্ধু : জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থান করেন ইতিহাস বিভাগের প্রভাষক জনাব রাফিয়া আক্তার চৌধুরী। সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. সালেহ আহমদ বলেন, স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। স্বাধীনতা ও বঙ্গবন্ধু ওতোপ্রোতভাবে জড়িত। আলোচনা সভা পর পরই কলেজের কলা ভবনে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে জাতির পিতার জন্মদিনের কেক কাটা হয়।

এ এ/বি এন-০৯