ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২১
০৮:৩৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২১
০৮:৩৩ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পÍবক অর্পণ করে শ্রদ্বা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকালে উপজ্লো পরিষদ ও প্রশাসনের যৌথভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে একে একে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা পুল্শি, সহ বিভিন্ন সহযোগি সংগঠন।
শেষে উপজ্লো নির্বাহী অফিসার রাখী আহমদের সভাপতিত্বে উপজ্লো হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান, ৩ নং ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ৫ নং ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন,৪ উওর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উপজেলা মাধ্যসিক শিক্কা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা প্রাথমিক কর্মকর্তা মো. শফিক উদ্দিন, উপজেলা কৃষি কর্সকর্তা সুব্রত দেবনাথ, ডা. কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া, সহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক,বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা বলেন বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা তার যোগ্য কন্যা বাস্তবায়ন করে যাচ্ছেন। সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে।
শেষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জে সি/বি এন-০৭