বিয়ানীবাজারে জাতির পিতার জন্মদিন পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি


মার্চ ১৭, ২০২১
০৮:০৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০৮:০৩ অপরাহ্ন



বিয়ানীবাজারে জাতির পিতার জন্মদিন পালিত

সিলেটের বিয়ানীবাজারে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। 

আজ (১৭ মার্চ) বুধবার সকাল ৯টায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ ও প্রশাসনের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

পরে বিয়ানীবাজার পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর। 

সহকারি কমিশনার (ভূমি) মুশফিকীন নূরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার পৌরসভার মো. আব্দুস শুকুর, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা ও সাবেক সহ সভাপতি হারুন হেলাল, সাবেক সাংগঠনিক আহমদ হোসেন বাবুল, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী,  আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান, সুরমান আলী, আলমগীর হোসেন রুনু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন সেই পথ ধরেই এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরাও সে পথ ধরেই এগিয়ে যেতে চাই।

এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায়। 

গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। চলছে ডিজিটাল প্রচারণাও।

এস এ/বি এন-০৫