ওসমানীনগরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৭, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী পালিত হলো নানা কর্মসূচি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যানারে সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে এক র‌্যালি বের করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার (১৫ মার্চ) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. রুস্তম আলী।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামহিনা আক্তার, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের লাইভস্টক এক্সটেনশন অফিসার রাজু আহমদ।

ছাগল প্রদর্শনীতে শ্রেষ্ঠ পাঠা পালনকারী শামীম হোসেন ও শ্রেষ্ঠ ছাগল পালনকারী আওলাদ আহমদকে দু’টি এলইডি টিভি প্রদান করা হয়। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় প্রাণীজ পুষ্টি নিরাপত্তা, আত্মকর্মসংস্থানে প্রাণীসম্পদ শীর্ষক সেমিনার, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাগলের মিল্ক রিফ্রেসার ও দানাদার খাদ্য, ভিটামিন ও কৃমিনাশন ওষুধ এবং গবাদিপশুর ২ কেজি করে ভিটামিন ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

 

এসএ/আরআর-০৫