শাবি প্রতিনিধি
মার্চ ১৬, ২০২১
১০:৫৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
১০:৫৩ অপরাহ্ন
কর্মচারীদের বাসে উঠায় শিক্ষার্থীদেরকে দেখে নেয়ার হুমকির অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই বিভাগের কর্মচারী রক্ষিত কুমার আচার্য্যের বিরুদ্ধে।
সোমবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জহির বিন আলম বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে টিলাগড় পর্যন্ত শিক্ষার্থীদের বাস সার্ভিস বন্ধ থাকায় কর্মচারীদের বাস চালকের অনুমতি নিয়ে বাসে উঠেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, সমাজকর্ম এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের স্নাতক ও স্নাতেকোত্তরের চারজন শিক্ষার্থী।
ইন্টার্নশিপের কাজে উপশহর যাওয়ার উদ্দেশ্যে এ বাসে উঠেন তারা। বাসটি টিলাগড়ে পৌঁছালে সিএসই বিভাগের কর্মচারী রক্ষিত কুমার আচার্য্য চালক মো. হোসেন মিয়ার সাথে অশোভন আচরণ এবং খারাপ ব্যবহার করেন।
তখন শিক্ষার্থীরা তাকে বলেন টিলাগড় পর্যন্ত শিক্ষার্থীদের বাস সার্ভিস চালু করার জন্য পরিবহন প্রশাসক বরাবর প্রেরিত আবেদন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এবং সিট খালি পেয়ে তারা কর্মচারী বাসে উঠেছেন।
এতে চালকের কোন দোষ নেই। এ কথা শোনার পর তিনি চালককে বলেন, আমাদের মান-সম্মান আছে, আমাদের সাথে তারা কেন যাবে? এদের সাথে আমাদের যায় নাকি? তারা কেন আমাদের বাসে উঠবে? এদেরকে বাস থেকে নামিয়ে না দিলে আমি যাব না।
তারপর তুচ্ছ তাচ্ছিল্যভাবে শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানতে চান এবং পরিবহন প্রশাসককে কল দিয়ে তাদের দেখে নেয়ার হুমকি দেন।
তবে রক্ষিত কুমার আচার্য্য শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল আমাদের মাঝে একটু ভুল-বুঝাবুঝি হয়েছে। আমি তাদেরকে কোনরকম হুমকি দেইনি।
বাস চালক মো. হোসেন মিয়া কর্মচারী রক্ষিত কুমার আচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনি তখন রাগান্বিত ছিলেন। তবে তিনি শিক্ষার্থীদেরকে বাস থেকে নামিয়ে না দিলে যাবেন না কথাটি বলেননি। ঘটনার পর আমরা তাদেরেকে মিলিয়ে দেয়ার চেষ্টা করেছি এবং বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরকে অবহিত করেছি।’
এইচ এন/বি এন-০৬