বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যা

বিয়ানীবাজার প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
১০:৩৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যা

ঘাতক নাজিম উদ্দিন

সিলেটের বিয়ানীবাজারে নাজমিন আক্তার নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ঘাতক। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

সম্প্রতি ওই তরুণীর বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল বলে জানান স্থানীয়রা। ঘাতক নাজিম উদ্দিন (২৩) অন্য এলাকার বাসিন্দা হলেও সে নিহত তরুণীর পাশের বাড়িতে বসবাস করত। তার বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর এলাকায়। 

এলাকাবাসী জানান, ঘটনার সময় ঘাতক নাজিম উদ্দিন ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তারকে (১৮) পেছন থেকে জাপটে ধরে বটি দা দিয়ে গলায় কোপ দেয় নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক নাজিম। 

জানা গেছে, নিহত তরুণীকে শিশুকাল থেকে নিজের মেয়ের মতো লালন-পালন করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক চৌধুরী কস্তই মিয়া। মেয়েটির বাড়ি পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, তরুণীকে শিশুকালে এনে লালন-পালন করেন সামসুল হক চৌধুরী। ঘাতক ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে নাজিম।বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যা

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তরুণীকে হত্যা করেছে ঘাতক। 

 

এসএ/বিএন-০৫/আরআর-০৩