গোয়ালাবাজারে ট্রাক-গ্রিন লাইন সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৬, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন



গোয়ালাবাজারে ট্রাক-গ্রিন লাইন সংঘর্ষ, নিহত ১

সিলেটের ওসমানীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোয়ালাবাজারের ব্রাহ্মণবাজারে এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাত ২ টা ৩২ মিনিটে সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালাবাজারের ব্রাহ্মণবাজারে দাঁড়িয়েছিল একটি ট্রাক। সিলেট থেকে বেপরোয়া গতিতে ছুটে যাওয়া গ্রিন লাইনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গ্রিন লাইনের একজন যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

আরসি-০৪