ফেঞ্চুগঞ্জ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদের তসফিল ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৬, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদের তসফিল ঘোষণা

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের  নারী ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার ফয়সল কাদের স্বাক্ষরিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ মার্চ রবিবার, মনোনয়নপত্র বাছাই ২২ মার্চ সোমবার, প্রার্থীতা প্রত্যাহার ২৭ মার্চ শনিবার এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল রবিবার।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ন অফিসার আহসানুল কবির ফেরদৌস জানান, মনোনয়নপত্র আগামী ২১ মার্চ বা এর পূর্বে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিস অথবা ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

প্রসঙ্গত, ২০২০ খ্রিস্টাব্দর ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের আকস্মিক মৃত্যুর পর এ পদটি শুন্য হয়ে যায়।

আরসি-০৩