কানাইঘাটে ভোক্তা অধিকার দিবস পালন

কানাইঘাট প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন



কানাইঘাটে ভোক্তা অধিকার দিবস পালন

'মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা আজ সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ভোক্তা অধিকার দিবসের আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা তাদের মতামত তুলে ধরে বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে কানাইঘাটে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখাসহ ভেজাল ও বাসি খাবার বিক্রি বন্ধ রাখতে উপজেলার সকল হাট-বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করতে হবে এবং ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগসহ এক্ষেত্রে ক্রেতাদের আরও সচেতন থাকতে হবে। সেই সঙ্গে ভোক্তা অধিকার আইনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অসাধু ব্যবসায়ীরা যাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে কালো-বাজারে বিক্রি ও পাচার করতে না পারে, সেজন্য প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে জিনিসপত্রের মূল্যতালিকা টানানোর জন্য আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। এছাড়া বক্তব্য দেন, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম পিপিএম, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

এমআর/আরআর-০৬