সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরের ইলেক্ট্রিক সাপ্লাইস্থ শাইনি স্ট্রেপস রেক্টর স্কুল প্রাঙ্গণে ১০তম এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শাইনি স্ট্রেপস রেক্টরের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি।
তিনি বলেন, আমাদের নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। তাই আজকের এই মুক্তিযুদ্ধকালীন ছবির প্রদর্শনী দেখে নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সুরমা বয়েজ ক্লাব প্রতিবছর চিত্র প্রদর্শনী আয়োজন করে যাচ্ছে।
আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মামুন হাসান, রাজনীতিবীদ উজ্জ্বল রায়, সিনিয়র ফটো সাংবাদিক নুরুল ইসলাম, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য সুমন বাহাদুর, সাংবাদিক বাবর হোসেন, ফটো সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক এহছান মাহমুদ হাসান, ফয়েজুল হাসান ফারহান, ফয়সল আহমদ প্রমুখ।
বিএ-১১