হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মসূচি ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৬, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন



হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মসূচি ঘোষণা
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সিলেটের হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ থেকে ২৬ মার্চ মার্কেটের সব প্রবেশদ্বার আলোক সজ্জায় সজ্জিত করা। ১৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান। ১৭ মার্চ বুধবার বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। ২০ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সমিতির কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান। ২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সমিতির কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৬ মার্চ শুক্রবার দুপুর ২টায় মার্কেটের ১নং গেইটের সামনে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ।

১৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাভোকেট মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও চেম্বারের পরিচালক মো. আব্দুর রহমান জামিল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

অনুষ্ঠান ও কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দকে যথাসময় উপস্থিত থাকা ও সহযোগিতার আহবান জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম।

বিএ-১০