ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ১৬, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের আরডিআরএস বাংলাদেশের ‘সূচনা কর্মসূচি’র আয়োজনে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার নুর মিয়া বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসনিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফারাজদুক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, নারী ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, থানার ওসি শ্যামল বণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা তথ্য কর্মকর্তা রোহানি আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক শিপন আহমদ, ডা. তন্নি দাশ, সিনিয়র ম্যানেজার (ক্লাইমেট চেঞ্জ) বিশ্বজিৎ রায়, ম্যানেজার (নিউট্রিশন) মো. সামিউল ইসলাম, নূর মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন বেগম চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাস চৌধুরী ও উপ-প্রকৌশলী আলমগীর রেজা রিপন।
অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী মো. মিজানুল হক। উপজেলা প্রকল্পের নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তারের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য দেন, এসওএস শিশুপল্লীর উপ-পরিচালক মাজারুল ইসলাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রণজিৎ চৌধুরী, নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল, সার্ক এনজিও কর্মকর্তা ফজলু মিয়া, ইউনিয়ন সমন্বয়কারী হুমাউন কবির, আবেদুর রহমান, নুরুন্নাহার, সূচনা প্রকল্পের মনিটরিং কর্মকর্তা রোমান মিয়া ও শফিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, 'বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধের প্রয়াস সূচনা' এই স্লোগানকে সামনে রেখে বহুমূখী কার্যক্রম পরিচালনা করায় ইতোমধ্যে সূচনা প্রকল্পের সুফল দৃশ্যমান হচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে ও দরিদ্র মানুষের কর্মসংস্থান এবং পুষ্টির চাহিদা পূরণ করতে নানা উদ্যোগ গ্রহণ করায় গ্রামীন জনগোষ্ঠী ও প্রান্তিক কৃষকরা উপকৃত হচ্ছেন।
কর্মশালার শুরুতে একটি আর্দশ বাড়ির বৈশিষ্ট্য ও উপকরণ, সেই সঙ্গে মা ও শিশু পুষ্টি কর্নারের যাবতীয় তথ্যাদি অতিথিদের সামনে উপস্থাপন করেন প্রকল্প সংশ্লিষ্টরা।
ইউডি/আরআর-০১