নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে রবিবার (১৪ মার্চ) ৩ হাজার ৭০১ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২ হাজার ১২৩ পুরুষ জন এবং ১ হাজার ৫৭৮ জন নারী। এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ৪০ হাজার ৮৭৮ জন টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার সিলেট জেলায় ১ হাজার ৪৮৮ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৮৯৪ জন পুরুষ এবং ৫৯৪ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ১ হাজার ২৩৮ জন। এদের মধ্যে ৬৯১ জন পুরুষ ও ৫৪৭ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৩৯৪ জন। এর মধ্যে ২০৬ জন পুরুষ এবং ১৮৮ জন নারী। মৌলভীবাজারে রবিবার ৫৮১ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৩৩২ জন ছিলেন পুরুষ এবং ২৪৯ জন ছিলেন নারী।
নগরে গতকাল ৯১৭ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ৭৪১ জন। এদের মধ্যে পুরুষ ৪২২ জন এবং নারী ৩১৯ জন। পুলিশ হাসপাতালে ১৭৬ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১০০ জন পুরুষ এবং ৭৬ জন নারী। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩০তম দিনে টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন। টিকা নেওয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৮৮৯ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন।
এনএইচ/বিএ-০৪