সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে বুধবার

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৫, ২০২১
০৭:৪৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
০৭:৪৫ পূর্বাহ্ন



সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে বুধবার
১৭ মার্চ অভ্যন্তরীন রুটে বিশেষ ছাড়

আগামী ১৭ মার্চ বুধবার থেকে সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের ব্যবস্থাপক ফারুক আলম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইটে ১৭ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

বিষয়টি সিলেটের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতের বিকাশে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করেন চেম্বার নেতারা। তারা বলছেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিলেট-চট্টগ্রাম সড়কে বিমানের নতুন যাত্রা শুরু হচ্ছে।

সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব বিমানের নতুন ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘পর্যটন নগর সিলেটের সঙ্গে সারাদেশের বিমানযোগাযোগ আশার সঞ্চার করছে। আমরা মনে করি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বিকাশে এটি একটি মাইলফলক।’ তিনি সিলেটের ব্যবসায়ী ও পর্যটকদের উদ্দেশে বলেন, ‘১৭ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানের ছাড়ের সুযোগ গ্রহণের পাশাপাশি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে সিলেটের বিমানযোগাযোগ চালুর ফলে যে সুবিধা সৃষ্টি হয়েছে তা গ্রহণ করতে হবে।’

বিএ-০৩