সিলেটের উন্নয়নে সাংসদ কয়েসের অসামান্য অবদান রয়েছে

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৫, ২০২১
০৭:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
০৭:৩৯ পূর্বাহ্ন



সিলেটের উন্নয়নে সাংসদ কয়েসের অসামান্য অবদান রয়েছে
জেলা আ. লীগের শোকসভায় বক্তারা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস স্মরণে শোকসভায় বক্তারা বলেছেন, ‘সব সময় তাঁর মিষ্টভাষী আচরণ সবাইকে সহজে মুগ্ধ করত। একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে জনস্বার্থে জাতীয় ও স্থানীয় যেকোনো বিষয়ে যেমনি তিনি সোচ্চার ছিলেন, তেমনি সিলেটের উন্নয়নে তিনি সোচ্চার। উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।’

জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (১৪ মার্চ) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, ‘মাহমুদ উস সামাদ ছিলেন সজ্জন ও জ্ঞানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারাল। তার এই অকাল চলে যাওয়ায় সিলেটবাসীসহ দেশের অপূরণীয় ক্ষতি হলো।’

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সময় বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, মো. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, শাহ মো. মোসাহিদ আলী, জাতীয় পরিষদ সদস্য মো. নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খোকন কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, রনজিৎ সরকার, আইন সম্পাদক আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ হীরা, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য লুৎফুর রহমান (মেয়র) আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আবদাল মিয়া, বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এম কে শাফি চৌধুরী এলিম, মো. আব্দুল বারী, আবু হেনা মো. ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগ সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা সুলতানা, সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষে প্রয়াত মাহমুদুস উস-সামাদ এমপির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিএ-০২